Logo
×

Follow Us

রাজনীতি

ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে: তথ্যমন্ত্রী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১৭:০৯

ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রাও অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

আজ শনিবার (২২ এপ্রিল) সকালে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন বলে তথ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

তিনি বলেছেন, পবিত্র রমজান মাসে আমাদের সরকারের নানাবিধ পদক্ষেপের কারণে মজুতদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি।

হাছান মাহমুদ বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা চালানো হয়, সেটাও এবার সম্ভব হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রাও অনেক বেশি স্বস্তিদায়ক হয়েছে। তবে সরকারের কঠোর পদক্ষেপের কারণে এবারের রমজানে অসাধ্য ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি।

তিনি আরও বলেন, সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক। দেশ থেকে হিংসা-ঘৃণা দূরীভূত হোক, এটি আজকের দিনের প্রত্যাশা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫