গণমাধ্যমের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা থাকা প্রয়োজন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৩, ১৫:৩৬

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: সাম্প্রতিক দেশকাল
গণমাধ্যমের স্বাধীনতা আছে বলেই টেলিভিশনের টকশোগুলোতে হরহামেশাই সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে তিনি মনে করেন, গণমাধ্যমের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতা থাকা প্রয়োজন।
আজ বুধবার (৩ মে) দুপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের প্রয়োজনীয়তা আছে, তবে এ আইন দ্বারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রয়োগ করা উচিত নয়।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর অনেক দেশেই গণমাধ্যমের স্বাধীনতা নেই। তার তুলনায় বাংলাদেশের গণমাধ্যমের পরিবেশ অনেক ভালো। অনেক দেশেই ভুল সংবাদ প্রচারের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়।
প্রেস কাউন্সিলকে আরো বেশি ক্ষমতায়ন করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। পুঁজির দৌরাত্বের কারণে সাংবাদিকদের স্বাধীনতা কমে আসে, প্রতিবন্ধকতা তৈরি হয় বলেও মত তথ্যমন্ত্রীর।
তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, সরকারের প্রতিবন্ধকতা নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা খোঁজা হয় অথচ মালিকপক্ষের প্রতিবন্ধকতায় গণমাধ্যমের স্বাধীনতা আড়ালে থেকে যায়।