
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ফাইল ছবি
আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে তাদের শরিকরাও বিএনপি নেতৃত্বাধীন জোটে থাকবে না বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সমসাময়িক বিষয় নিয়ে আজ সোমবার (৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
নির্বাচনের আগেই আসন ভাগবাটোয়ারা করতে চাচ্ছে বিএনপির শরিকরা— এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, শরিকরা আসন চাইবে, স্বাভাবিক। কিন্তু বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, তারা নির্বাচনে যাবে কী যাবে না। আসন বণ্টন নিয়ে শরিকরা আলোচনা করছে, তার অর্থ হচ্ছে তারা নির্বাচনে যেতে চায়। বিএনপি নির্বাচন থেকে পালিয়ে গেলে তারাও বিএনপি থেকে পালিয়ে যাবে।
তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বর্জন কিংবা প্রতিহত করার ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত কিংবা ঠেকিয়ে দেয়ার ঘোষণার মতো। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
বিএনপি নির্বাচন বর্জন করতে পারে, কিন্তু নির্বাচন বন্ধ কিংবা ঠেকিয়ে দেয়ার ধৃষ্টতার সুযোগ নেই। দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না।