‘বিদেশিরা জিজ্ঞাস করে আলাদিনের চেরাগ পেয়েছি কিনা’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৩, ২১:৫৩

বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, এখন শান্তিতে আছে মানুষ, দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব আমাদের দেখে অবাক তাকিয়ে রয়, স্যালুট করে। বিদেশিরা জিজ্ঞাস করে আমরা আলাদিনের চেরাগ পেয়েছি কিনা আমরা তাদের বলি আমরা আলাদিনের চেরাগ নয়, পেয়েছি শেখ হাসিনাকে।
আজ শনিবার (২০ মে) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের বিভিন্ন বক্তব্য উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, অনেক আন্দোলন করেছেন। ২০১৩, ১৪ ও ১৫ সালে অনেক মানুষ পুড়িয়েছেন, পুলিশকেও হত্যা করেছেন।
তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে, হচ্ছে। তারপরও পাকিস্তানের প্রেমিকরা ও শয়তানরা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণীত করতে চায়। এই রাজাকার আলবদররা বিএনপি-জামাত। বিএনপির পৃষ্ঠপোষক খালেদা জিয়া। আর যে জিয়াউর রহমান পাকিস্তানের সড়কে তুলে দিয়ে গেছে বাংলাদেশকে, ধর্মান্ধদের কাছে। সেই খুনি জিয়ার সন্তান তারেক রহমান এখনো স্বপ্ন দেখে বাংলাদেশকে পাকিস্তান বানাবে। তাই বিএনপির মিথ্যার-ষড়যন্ত্রের বিরুদ্ধের রুখে দাঁড়ানো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আরো বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। ১৭ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। এটি কোনো যাদু বলে হয়নি। একটি কৌশল। বিএনপির আমলে বীজ, সারের দাম বেশি ছিল। আওয়ামী লীগ তা কমিয়ে এনেছে।
এর আগে দুপুর ১২ টার দিকে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সানজিদা খানম, আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, ঢাকা মহাননগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. ফয়সাল বিপ্লব। এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. লুৎফর রহমান প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহমিনা, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাফিজ আল আসাদ বারেক, লৌহজং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।