Logo
×

Follow Us

রাজনীতি

যুক্তরাষ্ট্রের নতুন স্যাংশনের তথ্য সরকারের কাছে নেই: তথ্যমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ১৪:১৮

যুক্তরাষ্ট্রের নতুন স্যাংশনের তথ্য সরকারের কাছে নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশটি নতুন করে স্যাংশন দেবে বলে সরকারের কাছে কোনো তথ্য নেই।’

আজ রবিবার (২১ মে) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অটুট সম্পর্ক রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে, আগামীতেও করবে বলে আশা করছি।

তিনি বলেন, গণমাধ্যমগুলো কোন তথ্যেরভিত্তিতে এসব লিখছে সেটা তারাই বলতে পারবে। স্যাংশান বা পাল্টা স্যাংশন দিয়ে কোনো কিছুর সমাধান হয় না। ইরান, কিউবার বিরুদ্ধেও স্যাংশান আছে, তাতে দেশগুলোর  কোনো সমস্যা হয় না।

জিনিসপত্রের দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজারে কোনো পণ্যেরই ঘাটতি নেই। তারপরও পেঁয়াজসহ কিছু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে ব্যবসায়ীরা। এটা জঘন্য অপরাধ। যারা এ রকমটা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।’

বিএনপি সরকার পতনের এক দফা নিয়ে বরাবরই উচ্চবাচ্য করে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, তাদের আবার দফা বাড়ে। এ সার্কাস আমরা বহুবছর ধরেই দেখেছি। 

তিনি আরও বলেন, বিএনপি কাগুজে বাঘে পরিণত হয়েছে, তাদের খালি কলসী বেশি বাজে। বিএনপি আসলে কাগুজে বাঘ ছাড়া কিছুই না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫