Logo
×

Follow Us

রাজনীতি

কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নিপুণসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ২ মামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৩, ১৯:৫৬

নিপুণসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ২ মামলা

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ। ছবি: সাম্প্রতিক দেশকাল

ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ দলটির শতাধিক নেতাকর্মীকে আসামি করে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ মে) বিকালে কেরানীগঞ্জ মডেল থানায় এসব মামলা করা হয়।

জানা যায়, ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেরানীগঞ্জের জিনজিরায় প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সমাবেশ চলাকালে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়।

এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়সহ বিএনপির ৩০ জন নেতা-কর্মী আহত হয়। এ ঘটনায় দু’পক্ষ পাল্টাপাল্টি হামলার অভিযোগ করে।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে আজাহার বাঙ্গালির নেতৃত্বে প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী লাঠি নিয়ে বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে।

আওয়ামী লীগ নেতা আজাহার বাঙ্গালি দাবি করেন, ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বিএনপির লোকজন উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার ওপর হামলা চালায়। এসময় আওয়ামী লীগের ১৫-২০ নেতা-কর্মীকে পিটিয়ে আহত করা হয়। 

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, দক্ষিণ কেরাণীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং এসময় অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আওয়ামী লীগ-বিএনপি উভয় পক্ষের লোকজন বাঁশের লাঠি নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। 

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫