Logo
×

Follow Us

রাজনীতি

আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১৯:৫৬

আওয়ামী লীগ সরকার দিশেহারা হয়ে পড়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

রাষ্ট্র পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ বর্তমান আওয়ামী লীগ সরকার এখন দিশেহারা হয়ে পড়েছে- উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এজন্য তারা অমানবিকভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারের খেলায় মেতে উঠেছে। 

আজ রবিবার (২৮ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

রাজধানীর একটি হোটেল থেকে নোয়াখালী জেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন। 

মির্জা ফখরুল বলেন, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেপ্তার করে গোটা দেশকেই কারাগারে পরিণত করেছে সরকার।

তিনি বলেন, বর্তমান সময়ে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এটি সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে। আব্দুর রহমান চেয়ারম্যানকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ।

অবিলম্বে মামলা প্রত্যাহারসহ তার মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫