
জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলে মনে করছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
আজ সোমবার (৫ জুন) রাজধানীতে যুবলীগের এক অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ কারো দয়ায় সৃষ্টি হয়নি। লাখো মানুষের আত্মত্যাগের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে এই দেশ। সেদিন যারা বিরোধিতা করেছিলো তাদের মুখে ছাই দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছে।
সব ষড়যন্ত্র মোকাবিলা করেই দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন নানক।
এসময় যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ বলেন, এর আগেও গ্যাস বিক্রি না করায় আওয়ামী লীগকে সরানো হয়েছিল। এখন আবারো চক্রান্ত চলছে।
দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে বিএনপি প্রধান বাধা বলেও মন্তব্য করেন তিনি।