
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত
দেশের অবস্থা ভালো না, তাই সরকার এলোমেলো আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ বুধবার (৭ জুন) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ড. খন্দকার মোশাররফ বলেন, দেশের অবস্থা ভালো না। সরকারের অবস্থাও ভালো না। এজন্য তারা এলোমেলো আচরণ করছে। সামনে এটা আরও বাড়বে। এটাই স্বাভাবিক। সময় যখন শেষ হয়ে যায়, তখন কিন্তু কথা এলোমেলো হতে বাধ্য। আওয়ামী লীগেরও সময় শেষ।
তিনি বলেন, এই সংকট থেকে অতি দ্রুত মুক্তি পেতে হলে কোনো বক্তব্য ছাড়া আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে এবং এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকার লেভেল প্লেয়িং ফিল্ড করে তার পরে নির্বাচন দেবে। সেই নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে। সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাহলেই বাংলাদেশে সব সংকটের সমাধান হবে। দ্রব্যমূল্য, লোডশেডিং সবকিছুর সমাধান আসবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুসহ প্রমুখ বক্তব্য রাখেন।