সংলাপের কথা বলে আন্দোলন ডাইভার্ট করতে চায় সরকার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১৪:২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
সংলাপের কথা বলে জনদৃষ্টিকে সরকার ভিন্নদিকে ডাইভার্ট করতে চায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র এক সঙ্গে যায় না। এরা শুধু মিথ্যা কথা বলে।
ফখরুল বলেছেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বক্তব্য- এগুলোর উদ্দেশ্য হলো আমাদের মূল দাবিতে থেকে মনোযোগ ভিন্ন খাতে নিয়ে যাওয়া আর বিদ্যুতের সমস্যার বিষয়টিকে ধামাচাপা দেয়া।
আজ বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা রিপোর্টাস ইউনিটটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ইউট্যাব) ‘বাংলাদেশে গণতন্ত্রের সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: একটি পর্যালোচনা’- শীর্ষক আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনের ফুলঝুরি করে এখন বিদ্যুৎ দিতে পারছে না, আমরা বিদ্যুৎতের দাম দিচ্ছি। কিন্তু সেই টাকা গেল কই? আজকে নাকি বিদ্যুৎ নাই, ডলারও নাই।’
তিনি বলেন, ‘এদেশের মানুষ যেটা চায়, আওয়ামী লীগ তার উল্টোটা চায়। তাদের আচরণ, ভাষা, কর্মকাণ্ড হিংসাত্মক, আক্রমণাত্মক এবং সহিংস। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না।’
মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের নেতা মাওলানা ভাসানীকে দল থেকে বের করে দিয়েছে, স্পিকার শাহেদ আলীকে পাকিস্তান জাতীয় সংসদের ভেতর পিটিয়ে মেরে ফেলেছে। তারা এখনো এগুলোই করছে।
‘সাধারণ মানুষ আজ ভোট দিতে পারেন না, আজকে মানুষ দ্রব্যমূল্যের কারণে তাদের ছোট বাচ্চার হাতে কিছু দিতে পারছে না।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের সঙ্কট হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকা। ২০১১ সালে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। তখন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলনে করে বলেছিলেন, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে চিরস্থায়ী সঙ্কট, সংঘাত শুরু হলো।’
তিনি বলেন, ‘আমরা আজকে সবাই একটু সাহস করে দাঁড়াই। না হলে আমাদের দেশে গণতন্ত্রের বিকাশ হবে না।’
আমাদের দাবি তত্ত্বাবধায়ক সরকার, সেটা যে নামই ডাকা হোক, নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে দাবি করেন বিএনপি মহাসচিব।