Logo
×

Follow Us

রাজনীতি

ঢাকা-১৭: প্রচারণার মাঠে আরাফাত, হিরো আলম নামবেন ঈদের পর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১০:৫৪

ঢাকা-১৭: প্রচারণার মাঠে আরাফাত, হিরো আলম নামবেন ঈদের পর

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত প্রচারণা শুরু করেছেন। ছবি: সংগৃহীত

প্রতীক বরাদ্দের পর ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত প্রচারণা শুরু করেছেন। অন্যদিকে, একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম) ঈদের পরে জোরালো প্রচারণা করবেন।

গতকাল সোমবার (২৬ জুন) এরশাদ স্কুল মাঠ (কড়াইল) ও ভাষানটেকে পৃথক দুটি নির্বাচনী জনসভায় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়েছেন আরাফাত।

আওয়ামী লীগের প্রার্থী আরাফাত বলেন, ‘নৌকা উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। উপনির্বাচনে বিজয়ী হলে ঢাকা-১৭ আসনের সর্বস্তরের জনসাধারণ নাগরিকের সুবিধা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব।’

তিনি বলেন, এ আসনে বিভিন্ন কারণে সুষম উন্নয়ন হয়নি। জনপ্রতিনিধি নির্বাচিত হলে আগামী দিনগুলোতে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

এদিন প্রতীক আনতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন অফিসে যান হিরো আলম। এ সময় নির্বাচন কর্মকর্তা ও ঢাকার জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান তাকে একতারা প্রতীক বরাদ্দ দেন। পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম।

সুষ্ঠু নির্বাচন হলে ঢাকাতে জয়ী হবেন দাবি করে তিনি বলেন, ‘যদি সুষ্ঠু নির্বাচন হয়, এবার আমি জয়ী হবো। বগুড়ার কাহালুতে নির্বাচন সুষ্ঠু হয়েছিল। আমি জয়ীও হয়েছিলাম। কিন্তু ফলাফলে শেষ দিকে তারা আমাকে জিরো করে দিয়েছে। এ রকম এখানে (ঢাকা-১৭ আসনে) কিছু হবে কি না, তা আমি জানি না। সুষ্ঠু নির্বাচন হলে গ্যারান্টি দিয়ে বলতে পারি- আমিই জয়ী হবো। এখানে অন্য কোনো প্রার্থী জয়ী হতে পারবেন না।’


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫