Logo
×

Follow Us

রাজনীতি

ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১৯:২০

ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি: ফাইল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা এ রোগের বিষয়ে নিশ্চিত হয়েছেন।

আজ সোমবার (৩ জুলাই) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালটির নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ইউ শেন শাই বলেছেন- খন্দকার মোশাররফ হোসেনের ব্রেইনের বহির্বিভাগে একটি স্ফেনয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। যার জন্য তাকে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

শামসুদ্দিন দিদার আরও বলেন, প্রথমত অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। তবে স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে উচ্চতর অস্ত্রোপচার এবং জেনারেল এনেসথেসিয়ার ঝুঁকির কারণে তাকে আপফ্রন্ট রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ব্রেন স্ট্রোক করায় গত ১৮ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তিনি গত ২৬ জুন সিঙ্গাপুরে যান। এরপর দেশটির ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫