Logo
×

Follow Us

রাজনীতি

স্বাধীনতা দিবসে আ.লীগের সব অনুষ্ঠান বাতিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১২:২৭

স্বাধীনতা দিবসে আ.লীগের সব অনুষ্ঠান বাতিল

ওবায়দুল কাদের। ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বর্তমান পরিস্থিতিতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আজ সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।

তিনি আরো বলেন, দেশে বর্তমানে কোনো প্রকার খাদ্য সংকট নেই। অহেতুক মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনপ্রতিনিধরা করোনাভাইরাসে স্থানীয়দের সতর্ক করুন। কারো করোনার উপসর্গ দেখা দিলে সাথে সাথে আমাদের জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫