সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতনের দাবিতে শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে। ৩৬টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করছে বিএনপি। এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।
তিনি বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার আবার পাতানো নির্বাচন করতে চাইছে। কিন্তু জনগণ তাদের পাতানো নির্বাচন গ্রহণ করবে না। জনগণ চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আগামী নির্বাচনের উপর নির্ভর করবে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে কি না।
ফখরুল বলেন, নির্দলীয় সরকারের দাবি ছাড়া কোন ফরমেটেই সংলাপে যাবে না বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে আওয়ামী লীগকে জনগণ স্বাগত জানাবে।