বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। ছবি: গাজীপুর প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামী এখনো বাতিল হয় নাই। তারা নির্বাচনে অংশ নিতে পারবেন, যেহেতু তাদের ভোটাধিকার রয়েছে।
আজ শনিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত বায়ু দূষণ প্রভাব শিশু ও বয়স্কদের জীবন রক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে বাতিলের বিষয় এখনো প্রক্রিয়াধীন। তবে, পৃথিবীর কোন দেশেই সরাসরি স্বাধীনতায় বিরোধীতাকারীরা রাজনীতিতে ঠিকে আছে এমন নজির নেই।
জামায়াতের সাথে রাজনৈতিক সমঝোতার বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলতে পারবেন বলেও জানান, মুক্তিযুদ্ধমন্ত্রী।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন- গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), নাজমুস সাকিব খান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), গাজীপুর মোটরযান পরিদর্শক মুহাম্মাদ অহিদুর রহমান প্রমুখ।