
সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ছবি: সংগৃহীত
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার (১০ জুলাই) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। গতকাল রবিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে টিজি-৩২২ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। বিরোধীদলীয় নেতার সঙ্গে সফর সঙ্গী হবেন তার ছেলে সংসদ সদস্য রাহ্গির আলমাহি এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতা তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।