Logo
×

Follow Us

রাজনীতি

ঢাবিতে ফখরুলের কুশপুতুল পোড়াল ছাত্রলীগের নারী কর্মীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৪:৫৩

ঢাবিতে ফখরুলের কুশপুতুল পোড়াল ছাত্রলীগের নারী কর্মীরা

ছবি: সাম্প্রতিক দেশকাল

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নারী বিদ্বেষী ও অশালীন মন্তব্যের’ প্রতিবাদে তার কুশপুতুল পুড়িয়েছেন ছাত্রলীগের নারী নেতাকর্মীরা।  

আজ মঙ্গলবার ‍(১১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানার আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই কুশপুতুল পুড়ানো হয়।

প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রলীগের নারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার আঁখি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের হিট অফিসারকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা। তার নারী বিদ্বেষী ও অশালীন মন্তব্য তার চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, এটা শুধু হিট অফিসার বুশরা আফরিন নিয়ে কুরচিপন্ন মন্তব্য নয়, এটা বাংলাদেশের সব নারী সমাজকে অপমান করার শামিল। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, আপনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, আমাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী বলেন, মেয়ের বয়সী একজন নারীকে নিয়ে মির্জা ফখরুল যে মন্তব্য করেছে, তা নিন্দা জানানোর ভাষা নেই। রাজনৈতিক দল হিসেবে মুর্খতার পরিচয় দেওয়া ফখরুল গংদের এই ধরনের নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ায় স্বাভাবিক।

তিনি আরও বলেন, মির্জা ফখরুলরা কখনোই নারীর অগ্রযাত্রায় বিশ্বাস করে না। লুটরাজ, জঙ্গিবাদ ও উগ্রবাদী নারী বিদ্বেষের কারণে বহু আগেই এদেশের নারী সমাজ বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আগামী জাতীয় নির্বাচনেও  নারী সমাজ তাদের বয়কট করবে।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা, রোকেয়া হলের শিক্ষার্থী সুমায়া জান্নাত মিশু বক্তব্য দেন।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫