অভিন্ন শর্তে সমাবেশের অনুমতি পাচ্ছে আ.লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৯:৩৩

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় লোগো। ছবি: ফাইল
অভিন্ন শর্তে রাজধানীতে সমাবেশের অনুমতি পাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। এ জন্য আগামীকাল বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে দলটি।
অন্যদিকে একই দিন ‘শান্তি সমাবেশের’ মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগও। এদিন বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।
ডিএমপি কমিশনার জানান, শর্তসাপেক্ষে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দুই দলের জন্যই অভিন্ন শর্ত থাকছে।
তিনি বলেন, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না। যানজট তৈরি করা যাবে না। এমন কিছু শর্তে দুই দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে সমাবেশের নামে কোনো বেআইনি কার্যকলাপ করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুমতির শর্ত প্রসঙ্গে গোলাম ফারুক বলেন, ২০ থেকে ২৫টি শর্তে তাদেরকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।