Logo
×

Follow Us

রাজনীতি

দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা: সালমান এফ রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ২১:৩৯

দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দাবি করেছেন, আমেরিকা তাকে ভিসা দেয়নি বা দুবাই থেকে তাকে ফেরত দিয়েছে এটা মিথ্যা কথা।

আজ মঙ্গলবার (১১ জুলাই)  রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, সালমান এফ রহমান হজ করে দুবাই হয়ে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে যুক্তরাষ্ট্রগামী এমিরেটসের উড়োজাহাজের গেট থেকে তাকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন।

এ প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজবের আশ্রয় নিয়েছে। আমাকে আমেরিকা ভিসা দেয়নি বা দুবাই থেকে ফেরত দিয়েছে—এটা মিথ্যা কথা। আমি দুবাই যাইনি, আমেরিকা তো দূরের কথা।

নির্বাচন বানচালের শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে বাধা দিলে বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসানীতি কার্যকর হবে। বিএনপি গোপনে গোপনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তবে নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়। দলীয় কোন্দল কমিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

সারা দেশে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে নেতাকর্মীদের বুকলেট তৈরি করে জনগণের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন সালমান এফ রহমান।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫