Logo
×

Follow Us

রাজনীতি

আল্লাহর নামে শপথ নিলেন বিএনপি নেতাকর্মীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ২৩:৫০

আল্লাহর নামে শপথ নিলেন বিএনপি নেতাকর্মীরা

নয়াপল্টনে বিএনপির সমাবেশ। ছবি: সাম্প্রতিক দেশকাল

সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণা উপলক্ষ্যে বিএনপির সমাবেশে আগত সব নেতাকর্মীদের হাত উঠিয়ে আল্লাহর নামে শপথ করিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

আজ বুধবার (১২ জুলাই) নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ শপথ করান তিনি।

আমান উল্লাহ আমান বলেন, আজকের কর্মসূচি বাস্তবায়ন না করে আমরা কেউ বাড়ি ফিরে যাব না। মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। তারা আর এক মুহূর্তও এই ভোটচোরের সরকারকে দেখতে চায় না।

তিনি বলেন, রাজপথ ছাড়া কখনো কোনো ফয়সালা হয় না। ৫২-এর ভাষা আন্দোলনে, ৬২-এর শিক্ষা আন্দোলনে, ৬৯-এর গণআন্দোলনে, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে, ৮৯ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ফয়সালা হয়েছিল রাজপথে। আজকে বিএনপি রাজপথে নেমেছে। এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। এই সরকারের বিরুদ্ধে ফয়সালা হবে রাজপথেই।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক বলেন, হাসিনার পায়ের নিচে মাটি নেই। দেশ চায় না, বিদেশ চায় না, কেউ চায় না হাসিনাকে ক্ষমতায় রাখতে। শুধু জোর করে হাসিনা ক্ষমতায় থাকতে চায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫