বিএনপির লোগো
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে চার বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
আজ রবিবার (১৬ জুলাই) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলাধীন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম রুহেল, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক খায়রুল আমীন আজাদ এবং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
