Logo
×

Follow Us

রাজনীতি

তামাশা, প্রতারণা করে আর লাভ হবে না: ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১১:৫২

তামাশা, প্রতারণা করে আর লাভ হবে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সাম্প্রতিক দেশকাল

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে বিজয়ের লক্ষ্যে যাত্রা উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা জয়যাত্রা, বিজয়ের লক্ষে যাত্রা।

আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে পদযাত্রা কর্মসূচি শুরুর আগে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সরকার গণতন্ত্রকে কবরে পাঠিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের নামে তামাশা করা হয়েছে। সাপ পেটানোর মতো মারা হয়েছে হিরো আলমকে। এ সব তামাশা, প্রতারণা করে আর লাভ হবে না। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়।

এর আগে সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হন বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫