Logo
×

Follow Us

রাজনীতি

চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ১২:৫১

 চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি

৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে আজ (১৮ জুলাই) মঙ্গলবার প্রথম মাঠে নেমেছে বিএনপি ও সমমনা দলগুলো। ঢাকাসহ সারাদেশের ৮২ সাংগঠনিক জেলায় একযোগে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গাবতলী থেকে শুরু হয় পদযাত্রা। সেখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন। বিএনপির সমমনা রাজনৈতিক দলগুলোও এতে অংশ নেওয়ার কথা রয়েছ। রাজধানীর পাশাপাশি সারা দেশে এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। 

পদযাত্রা কর্মসূচির সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

এর আগে, পদযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান।

বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫