Logo
×

Follow Us

রাজনীতি

আজ বিএনপির শোকমিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৮:৪৬

আজ বিএনপির শোকমিছিল

বিএনপির লোগো। ফাইল ছবি

পদযাত্রা কর্মসূচিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে হামলা, গুলি ও হত্যার প্রতিবাদে শোকমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোকমিছিল বের হবে।

গতকাল বুধবার (১৯ জুলাই) বিকেলে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এক সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।

এদিন সকালে রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করে বিএনপি। বিকেল সাড়ে পাঁচটায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গিয়ে পদযাত্রা শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা আব্বাস এই কর্মসূচির ঘোষণা দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫