Logo
×

Follow Us

রাজনীতি

সন্ধান মিলেছে বিএনপি নেতা কবিরের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১০:২১

সন্ধান মিলেছে বিএনপি নেতা কবিরের

বিএনপি নেতা কবির আহমেদ ভুঁইয়া। ছবি: সংগৃহীত

সন্ধান মিলেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের। 

আজ শুক্রবার (২১ জুলাই) ভোরে হাত-চোখ বাঁধা অবস্থায় তাদের রাজধানীর মাতুয়াইল এলাকায় পাওয়া গেছে।  এ সময় তাদের মুমূর্ষু দেখা যায়। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কবির আহমেদ ভুঁইয়া ও তার সহকারী আজাদের শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা এলাকা থেকে কবির আহমেদ ভুঁইয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল বিএনপি। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫