Logo
×

Follow Us

রাজনীতি

জামায়াতের কার্যালয় থেকে আটক ৭

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১৭:০২

জামায়াতের কার্যালয় থেকে আটক ৭

জামায়াতে ইসলামী। ছবি: ফাইল

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় থেকে ৬ শ্রমিকসহ সাত জনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে ৪৮/১ পুরানা পল্টনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের মিডিয়া পরিচালক আলী আশরাফ ইমন।

তিনি অভিযোগ করে বলেন, দুপুরে পুরানা পল্টনের মহানগর কার্যালয়ে রঙের কাজ করছিলো কয়েকজন শ্রমিক। এসময় পুলিশ এসে ছয় জন শ্রমিককে ধরে নিয়ে যায়। এ সময় অফিসের একজন নিরাপত্তা প্রহরীকেও আটক করা হয় বলে জানান জামায়াতের এই মুখপাত্র। 

আলী আশরাফ ইমন দাবি করেন, কার্যালয় থেকে আটক ৭ জনকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫