ফখরুল দেখতে যাওয়ায় নুরকে হাসপাতাল থেকে রিলিজের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১৮:০৫

হাসপাতালে ভিপি নূরকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে আর হাসপাতালে রাখতে চাচ্ছে না বলে অভিযোগ করা হচ্ছে।
তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যাওয়ার পর পরই ভিপি নুরকে কর্তৃপক্ষ জোরপূর্বক হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দিচ্ছে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে নুরুল হক নুর নিজেও ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্ট্যাটাসে লিখেন, সরকার তার দলীয় গুন্ডা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের মেরে আহত করবে আবার চিকিৎসাও নিতে পারবে না এই হচ্ছে ফ্যাসিবাদ! বিএনপি মহাসচিব হাসপাতালে দেখতে আসার পর পরই হাসপাতাল কর্তৃপক্ষ আর হাসপাতালে রাখতে চাচ্ছে না। বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের সাথে সরকারের কি জঘন্য আচরণ করছে ভাবতে পারেন!
এদিকে হাসপাতালে দেখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিপি নূরকে বলেছেন, আমরা আপনার সঙ্গে আছি।