Logo
×

Follow Us

রাজনীতি

সোমবার ঢাকায় সমাবেশ ডেকেছে ১৪ দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ১৮:৪৭

সোমবার ঢাকায় সমাবেশ ডেকেছে ১৪ দল

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ছবি: ফাইল

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আগামী সোমবার (৭ আগস্ট) ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে। ওইদিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হবে।

আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ‌অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ১৪ দলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আন্দোলনের নামে বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে সপ্তাহব্যাপী সমাবেশ, মানববন্ধন ও বিক্ষাভ কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করবে ১৪ দল।

ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫