রাজধানী থেকে বিএনপির ৩ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:৫৬

বিএনপির লোগো
বিএনপির ৩ নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রাজধানীর আদাবরের বাইতুল আমান হাউজিংয়ের একটি বাসা থেকে গতকাল শনিবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে তাদের তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
যাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে তারা হলেন- ঢাকা জেলা বিএনপির আওতাধীন কেরানীগঞ্জের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোমিনুল ইসলাম মমিন, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ ও সাভার থানা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুরুজ্জামান।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, তুলে নিয়ে যাওয়ার পর এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।