
খালেদা জিয়া। ফাইল ছবি
শারীরিক পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।
আজ বুধবার (৯ আগস্ট) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি বলেন, ম্যাডামের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
এদিকে খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার পথে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
এর আগে, গত ১৩ জুন গভীর রাতে অসুস্থ অবস্থায় খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে ১৭ জুন তিনি বাসায় ফেরেন।