Logo
×

Follow Us

রাজনীতি

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ১৬:৪৮

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাঈদী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।  

আজ বুধবার (১৬ আগস্ট) এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামী শুক্রবার (১৮ আগস্ট) সারাদেশে জুমার নামাজের পর দোয়া মাহফিল ও বুধবার (২৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

এর আগে বুধবার জোহর নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এ কর্মসূচি স্থগিত করে দলটি।

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এক বার্তায় এ তথ্য জানান। 

তিনি বলেন, বুধবার (১৬ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ডাকা গায়েবানা জানাজা স্থগিত করা হয়েছে। 

অন্যদিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাঈদীর চিকিৎসা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা জানালেও তা স্থগিতের ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

গত সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫