Logo
×

Follow Us

রাজনীতি

নিজ দলের নারী এমপিকে চড় মারার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৩, ২২:১৩

নিজ দলের নারী এমপিকে চড় মারার অভিযোগ আ. লীগ নেতার বিরুদ্ধে

আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে চড় মারার অভিযোগ উঠেছে দলীয় নেতার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় এ ঘটনা ঘটে বলে এমপির অভিযোগ।

হোসনে আরা নির্বাচনী আসন-৩১৬, মহিলা আসন-১৬ (জামালপুর-শেরপুর)-এর সংসদ সদস্য। অভিযুক্ত দলীয় নেতা আনোয়ার হোসেন। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।

সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ২০০৫ সালের ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার বিষয়ে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। এতে ধর্ম প্রতিমন্ত্রী ও জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল সভাপতিত্ব করছিলেন। এসময় সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা সেখানে উপস্থিত হন।

হোসনে আরা এমপি অভিযোগ করেন, আমি দলীয় কার্যালয়ে গিয়ে বলি যে- বিভিন্ন সময় দলের বিভিন্ন বৈঠক হয়, কিন্তু আমাকে আমন্ত্রণ জানানো হয় না-এ কথা বলার সাথে সাথে কার্যালয়ে উপস্থিত থাকা আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন যে, আপনি কে? কেন এসেছেন? আপনাকে কেন বৈঠকের কথা জানাতে হবে? আপনি কোন দল থেকে এসেছেন, কীভাবে এমপি হয়েছেন জানি না? এসব বলতে বলতে একপর্যায়ে আনোয়ার আমাকে চড় মারেন।

সংরক্ষিত এমপি আরও জানান, এ ঘটনায় আমি প্রতিবাদ জানালে প্রতিমন্ত্রী উল্টো আমাকেই ধমক দিয়ে থামিয়ে দেন। কিন্তু আনোয়ারকে কিছুই বলেননি।

অভিযুক্ত আনোয়ার হোসেন প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন বলেও জানান তিনি।

এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আনোয়ারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন হোসনে আরা। সভায় এমন কোনো ঘটনাই ঘটেনি।

অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, তিনি হোসনে আরা এমপিকে হেয় করেননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, এমন কিছুই হয়নি। সেখানে ধর্ম প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, তিনি সব দেখেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫