Logo
×

Follow Us

রাজনীতি

রওশন এরশাদ ও জিএম কাদেরকে নিয়ে যা বললেন রাঙ্গা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ২১:৪৮

রওশন এরশাদ ও জিএম কাদেরকে নিয়ে যা বললেন রাঙ্গা

জাতীয় পার্টির চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টিকে ভাঙনের হাত থেকে বাঁচাতে দলটির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং দলটির চেয়ারম্যান জি এম কাদেরকে এক ঘরে রেখে ছিটকিনি লাগিয়ে দিতে চান জাতীয় পার্টির চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ মন্তব্য করেন তিনি।

ওই টকশোতে প্রশ্ন করা হয় আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টিকে ভূমিকা রাখতে হয় তাহলে এক হতে হবে সেটা সম্ভব কিনা- উত্তরে রাঙ্গা বলেন, এটা আমাদের ব্যাপার না, এটা হলো দুইজনের ব্যাপার। একজন হলেন রওশন এরশাদ অন্যজন জি এম কাদের। তাদের দুজনকে এক ঘরে ঢুকিয়ে দেই, এরপর বাইরে থেকে ছিটকিনি দিয়ে তালা দিয়ে দেই। যতক্ষণ পর্যন্ত আপনারা এক হইতে না পারবেন ততক্ষণ বের হইতে পারবেন না।

একটা সিদ্ধান্ত দেন আমরা কি করব। তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। যদি জাতীয় পার্টির সবাই চায় তো আমি রওশন এরশাদকে বসিয়ে দিতে পারি। যেহেতু সে চলতে ফিরতে পারে না। তাই জি এম কাদেরকে তার বাসায় নিয়ে যাব। যেহেতু রওশন এরশাদ জিএম কাদেরের আপন ভাবি, বলেন তিনি।

দলের নেতৃত্ব নিয়ে কয়েক মাস ধরেই জাতীয় পার্টিতে চলছে নানা টানাপড়েন। এর মধ্যে গত মঙ্গলবার (২২ আগস্ট) ভারত সফরে থাকা জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে সকালে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেন রওশন এরশাদ। এ নিয়ে দিনভর নানা নাটকীয়তার পর বিকেলে ভুল স্বীকার করেন রওশন এরশাদ।

আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক নিয়ে দলের নেতারা একেকজন একেক কথা বলে আসছেন। তার মধ্যে ঘটে এমন ঘটনা। আর এ ঘটনায় রীতিমতো তোলপাড় সৃষ্টি হয় জাপায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫