Logo
×

Follow Us

রাজনীতি

মৃত্যুঝুঁকিতে খালেদা জিয়া, জরুরিভিত্তিতে বিদেশ নেওয়ার পরামর্শ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ১১:০৯

মৃত্যুঝুঁকিতে খালেদা জিয়া, জরুরিভিত্তিতে বিদেশ নেওয়ার পরামর্শ

জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক বেশি মৃত্যুঝুঁকিতে আছেন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।

মেডিকেল বোর্ড জানায়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। উন্নত চিকিৎসার জন্যে জরুরিভিত্তিতে তাকে বিদেশ নেওয়া প্রয়োজন।

আজ সোমবার (৯ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এসব তথ্য জানান।

বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষিতে তার পরর্বতী ধাপের চিকিৎসা বাংলাদেশে করার ব্যবস্থা- মেশিনারি, জনবল এবং চিকিৎসক নেই বলে মত দিয়েছে ১৭ জনের সম্মিলিত মেডিকেল  বোর্ড।

মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, লিভার সিরোসিসসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত খালেদা জিয়া। তার বুকে ও পেটে পানি চলে এসেছে।

তারা আরও জানান, খালেদা জিয়ার পেটের ও বুকের পানি বের করা এবং এন্টিবায়োটিক দেওয়া ছাড়া আর কোনো চিকিৎসা নেই দেশে। উনার মৃত্যুঝুঁকি অনেক বেশি। লিভার প্রতিস্থাপনের জন্য জরুরিভিত্তিতে বিদেশে নেয়া দরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫