গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাসদের বিক্ষোভ

সিনিয়র রিপোর্টার
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৩, ২০:৫৫
-6524147db4fb3.jpg)
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা নগর শাখার উদ্যোগে গাজায় নৃশংস হামলার প্রতিবাদে আজ সোমবার (৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাসদ ঢাকা নগর শাখার সদস্যসচিব জুলফিকার আলির সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ঢাকা নগর নেতা খালেকুজ্জামান লিপন প্রমুখ।
নেতৃবৃন্দ সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত লড়াইয়ের প্রতি সমর্থন ঘোষণা করেন। নেতৃবৃন্দ জায়নবাদি ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী মার্কিন ও ইউরোপের ন্যাক্কারজনক জোটের বিরুদ্ধে নিপীড়িত গাজাসহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার চক্রান্তের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পল্টন মোড় প্রদক্ষিণ করে সেগুনবাগিচাস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।