Logo
×

Follow Us

রাজনীতি

তথ্যমন্ত্রীর প্রশ্ন

খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব না হলে বিদেশে নেবে কিভাবে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১৪:২২

খালেদা জিয়াকে বাসায় নেয়া সম্ভব না হলে বিদেশে নেবে কিভাবে

ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

খালেদা জিয়াকে যদি বাসায় নেয়া সম্ভব না হয় তাহলে কিভাবে বিদেশে নেবে, বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রশ্ন রাখেন তিনি। 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের অবস্থা নিয়ে যে মেডিকেল বোর্ড কথা বলেছে তারা দলীয় মেডিকেল বোর্ড। তারা বিএনপির মতই কথা বলে। 

পদ্মাসেতু নিয়ে বিএনপির বিরোধীতার কথা স্মরণ করে হাছান মাহমুদ বলেন, পদ্মাসেতু নিয়ে হাজারও বিরোধীতা করার পরেও লজ্জা ভেঙ্গে বিএনপি পদ্মা সেতুতে উঠেছে। 

এবার বিএনপি নেতাদের পদ্মাসেতুর রেল ব্রিজ দিয়ে ওপারে যাবার আহ্বান জানান তথ্যমন্ত্রী। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫