
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) কোনো বৈঠক হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব বলেন, পিটার হাসের সঙ্গে আমার বৈঠক হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। কিন্তু এ খবর সঠিক নয়। আজ (বৃহস্পতিবার) তার সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি।
এর আগে, গুলশানের আমেরিকান ক্লাবে বৃহস্পতিবার বেলা পৌনে ১টা থেকে প্রায় এক ঘণ্টা পিটার হাসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠকের কথা ‘প্রথমসারির কয়েকটি গণমাধ্যমের অনলাইনে প্রকাশ করা হয়’।