Logo
×

Follow Us

রাজনীতি

বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিতে কোনো সেল করা হয়নি: আইনমন্ত্রী

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ১৬:১৪

বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিতে কোনো সেল করা হয়নি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিরোধী রাজনৈতিক নেতাদের সাজা দিতে কোনো সেল করা হয়নি, মামলা জট কমাতে যে সেল করা হয়েছিলো সেটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। 

আজ রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন ইনস্টিটিউটে এসব কথা বলেন আইনমন্ত্রী।

এসময় রাজনৈতিক দলের মধ্যে সংলাপের বিষয়ে তিনি বলেন, সংলাপে আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। 

এছাড়াও সম্প্রতি নিম্ন আদালতের বিচারককে সাজা দেয়ায় যে ভুল বোঝাবুঝির তৈরি হয়েছিলো সেটি নিরসনে ব্যবস্থা নেয়ার হচ্ছে বলেও জানান ‍তিনি। 

তিনি এ সময় প্রশিক্ষণ নেয়া বিচারকদের উদ্দেশ্যে বলেন, সততা ন্যায় বিচার নিশ্চিত ও মামলা জট কমানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। যাতে দ্রুততম সময়ের মধ্যে আস্থার সঙ্গে বিচার শেষ করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫