Logo
×

Follow Us

রাজনীতি

সরকারকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন মির্জা আব্বাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ১৭:২৮

সরকারকে বেশি বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ফাইল ছবি

পুলিশ-আদালত নিয়ে সরকার অহংকারের মধ্যে আছে। অহংকার চিরদিন টিকে থাকে না। বেশি বাড়াবাড়ি করবেন না। গায়েবি মামলা দিয়ে আটক করার প্রক্রিয়া কোনো কাজে আসবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 

আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে সরকারের পদত্যাগের একদফা দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশ তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকারের পদত্যাগের দাবিতে অনেক সমাবেশ করেছি। আর দেখেছি সমাবেশের আগে নেতাকর্মীদের আটক করা হয়। এতেও সমাবেশে বন্ধ করতে পারেনি। 

সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া এক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তার কথাই প্রমাণ করে শাপলা চত্বরে সেদিন হত্যাকাণ্ড হয়েছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, সামনে যে কর্মসূচি আসবে তা সবার ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫