Logo
×

Follow Us

রাজনীতি

‘সমাবেশ ঘোষণার পর বিএনপির ১৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ১৫:৩৭

‘সমাবেশ ঘোষণার পর বিএনপির ১৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা’

রুহুল কবির রিজভী আহমেদ। ছবি: সংগৃহীত

সরকারের পদত্যাগ দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গত বুধবার (১৮ অক্টোবর) বিকেলে সরকারের পদত্যাগ দাবিতে নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

১৮ অক্টোবর অনুষ্ঠিত বিএনপির নানা কর্মসূচিকে কেন্দ্র করে দলটির ১২ হাজার ৯৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে ৪৯টি নতুন মামলা হয়েছে। এসব মামলায় ৬২০ জনের বেশি ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

আজ সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি জানান, গত ২৮ ও ২৯ জুলাই থেকে সারা দেশে বিএনপির মোট ১ হাজার ৯৯০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মামলা ৩৯৫টি, গ্রেপ্তার ২ হাজার ৯৭৫ জন, আসামি করা হয়েছে ২৬ হাজার ৫০ জনকে।

এদিকে রিজভী বলেন, তারেক রহমান ও তার পরিবার তথা জিয়া পরিবারকে নিয়ে চক্রান্তমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠী সুপরিকল্পিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে মনগড়া, অসত্য অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে কয়েক লক্ষ লোক নিয়োগ দিয়ে আইটি সংশ্লিষ্ট বিকৃত কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে।

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় কোনো প্ল্যাটফর্মে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের কোনো অ্যাকাউন্ট, আইডি বা পেজ নেই। তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনস প্লাটফর্মসমূহ যেমন ফেসবুক, এক্স (পূর্ববর্তী নাম টুইটার), ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ কোথাও কোনো অ্যাকাউন্ট, আইডি বা পেজ নেই। এ বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না।

রিজভী বলেন, সম্প্রতি সাইবার জগতে তাদের নামে ফেক আইডি ও পেজ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট তথ্যাদি প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টিতে লিপ্ত আছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানসহ সচেতন দেশবাসীকে এই বিষয়ে বিভ্রান্ত না হবার আহ্বান জানানো হয়েছে। ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নাম ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে যে সকল ফেক আইডি ও পেজ তৈরি করা হয়েছে, সেগুলোতে সংযুক্ত না থাকার জন্য সকলকে আহ্বান জানানো যাচ্ছে। এইসব ফেক আইডি ও পেজগুলোকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করে জানানোর জন্যও সকলকে আহ্বান জানানো হচ্ছে, যাতে করে এই ফেক আইডি ও পেজগুলো বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ব্যঙ্গাত্মক ছবি দিয়ে সড়ক-মহাসড়কে পোস্টার, বিলবোর্ড তৈরি করে ছাত্রলীগের নামে টাঙানো হচ্ছে। অবৈধ সরকার ক্ষমতায় থাকার লালসা থেকে সর্বগ্রাসী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে। এজন্যই তারা হিংস্র, রক্তপিপাসু ও বিকৃত রুচির মানুষে পরিণত হয়েছে। নিজেদের মহাদুর্নীতি, অনাচার, অপকীর্তি ঢাকতেই জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা রটাতে উঠেপড়ে লেগেছে। আওয়ামী চক্রান্তকারীদের এহেন নোংরা রাজনীতির কৌশলকে মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫