Logo
×

Follow Us

রাজনীতি

শুক্রবার থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ১৬:২৯

শুক্রবার থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশের একদিন আগেই আজ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ করা গেছে।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা। ওই সময় বিএনপির অনেক নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ের বাইরে দেখা যায়। কেউ কেউ এ সময় হাত নেড়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। নেতা-কর্মীদের ভিড়ের মাঝে জাতীয় পতাকার পাশাপাশি দেখা মেলে বিএনপির দলীয় পতাকার।

এ সময় বিএনপি কার্যালয় এলাকায় পুলিশের বেশ কিছু সদস্যকেও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

উল্লেখ্য, এদিকে পুলিশি গ্রেপ্তার, হয়রানি ও তল্লাশি এড়াতে ভিন্ন কৌশল অবলম্বন করতে বিভিন্ন দিকনির্দেশনা অনুসরণ করছেন বিএনপি নেতাকর্মীরা। ঢাকায় মহাসমাবেশের উদ্দেশ্যে যাওয়া নেতাকর্মীদের দলবদ্ধ ভাবে না যাওয়া, হোটেল-মেসে না থাকা, স্মার্ট ফোন না ব্যবহার করাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫