Logo
×

Follow Us

রাজনীতি

আ.লীগের সমাবেশে ইন্টারনেট সচল, বিএনপির সমাবেশে নেই

Icon

সিনিয়র রিপোর্টার

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১৩:৫২

আ.লীগের সমাবেশে ইন্টারনেট সচল, বিএনপির সমাবেশে নেই

ইন্টারনেট সেবা ফোর-জি বন্ধ। প্রতীকী ছবি

বিএনপির মহাসমাবেশ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশের দিনে আজ শনিবার (২৮ অক্টোবর) ইন্টারনেটের উঠানামা দেখা যাচ্ছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশস্থলে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা ফোর-জি বন্ধ করে দেওয়া হয়েছে। 

মোবাইলে নেট ব্যবহার করে ছবি পাঠানো, লাইভ করা এবং ইমেইল একাউন্ট ব্যবহার করা যাচ্ছে না। সমাবেশস্থলে থাকা একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে কেউ রাজি হননি।

অন্যদিকে, আওয়ামী লীগ আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে। এখানে অবশ্য মুঠোফোনে নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া যাচ্ছে

টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জ্যামার বসিয়ে কোনো এলাকার মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত করা যায়। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কাছে জ্যামার রয়েছে।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা শনিবার বেলা ২টা থেকে। তবে গতকাল শুক্রবার থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন।

গাইবান্ধা স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর আলী জানান, বেলা ১১টার দিকে নয়াপল্টনে ইন্টারনেট সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক পাননি। তার জরুরি ফোন করার প্রয়োজন ছিল। তাই নাইটিঙ্গেল মোড়ে যান। সেখানেও তিনি কোনো নেটওয়ার্ক পাননি। এরপর রাজমণি সিনেমা হলের সামনে যান। সেখানেও নেটওয়ার্ক ছিল না। পরবর্তীতে তিনি সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সামনে গিয়ে নেটওয়ার্ক পান। 

বিএনপির সমাবেশস্থলে থাকা একাধিক সংবাদকর্মী জানান, তারা নয়াপল্টন এলাকায় বেলা ১১টা থেকে মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫