Logo
×

Follow Us

রাজনীতি

আজ সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১০:২৯

আজ সারাদেশে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

বাংলাদেশ আওয়ামী লীগ লোগো। ছবি- সংগৃহীত

সারাদেশে আজ রবিবার (২৯ অক্টোবর) শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার (২৮ অক্টোবর) এ ঘোষণা দেন।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মহানগর, থানা, জেলা ও উপজেলা শহরসহ সারা দেশে রোববার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল কই? ফখরুল কোথায় গেছে? বিএনপির আজকের সমাবেশ পতনযাত্রা আর মরণযাত্রায় এখন ফখরুল পলাতক। মহান যাত্রা হয়ে গেলে মরণযাত্রা।’

সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। সামনে আরও খেলা হবে। পুলিশের ওপর হামলা ও বিচারপতির বাড়িতে কেন হামলা হয়েছে, এর জবাব দিতে হবে বিএনপিকে। এদেরকে শিক্ষা দিতে হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫