Logo
×

Follow Us

রাজনীতি

ইশরাকের ছোট ভাইসহ বিএনপির ৬ নেতা রিমান্ডে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ২১:১৯

ইশরাকের ছোট ভাইসহ বিএনপির ৬ নেতা রিমান্ডে

ইশফাক হোসেন। ছবি: সংগৃহীত

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপির নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ বিএনপির ৬ নেতার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (২৯ অক্টোবর) আসামিদের আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এর আগে দুপুরে ইশরাক হোসেনের গুলশানের বাসায় ডিবি অভিযান ও তল্লাশি চালায়। তাকে বাসায় না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেনকে আটক করে ডিবি সদস্যরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫