
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ফাইল ছবি
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদের আসন রংপুর–৩ (রংপুর সদর) থেকে মনোনয়ন ফরম তুলেছেন দলটির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।
দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিন গতকাল সোমবার জিএম কাদেরের পক্ষ থেকে মনোনয়ন ফরম তোলা হয়।
এ ব্যাপারে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বনানী কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, চেয়ারম্যান চাইলে যে কোনো আসনে নির্বাচন করতে পারেন। কোন আসনে কে এমপি, সেটা দেখার বিষয় নয়।
মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। তবে আগামী ৩০ নভেম্বর চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। যারা মনোনয়ন পেতে আগ্রহী, তারাই ফর্ম সংগ্রহ করবেন। কাউকে জোর করা হবে না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলছে আজ। বেলা ১১টার দিকে মনোনয়ন বিক্রির কার্যক্রম শুরু হয়, বিকেল ৪টা পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। প্রতি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়।
এর আগে গত সোমবার দুপুরে ১২টার দিকে মনোনয়ন ফরম বিক্রির শুরুতে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন ফরম সংগ্রহ করেন। উপস্থিত থাকলেও এখনো দলের মহাসচিব মুজিবুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।