Logo
×

Follow Us

রাজনীতি

যুবদল নেতা জাহাঙ্গীরের ৭ বছরের কারাদণ্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১৯:৪৪

যুবদল নেতা জাহাঙ্গীরের ৭ বছরের কারাদণ্ড

যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর। ফাইল ছবি

জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিএনপি নেতাদের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ সাজার ঘোষণা। এস এম জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন। একই মামলায় বিএনপির আরও ১০ জনকে একই সাজা দেওয়া হয়। সকল আসামিদের দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২২ নভেম্বর) ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী বিকালে এ রায় ঘোষণা করেন।

আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন- উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

২০১৩ সালে উত্তরা থানার একটি মামলায় তাদের সাজা দেওয়া হলো। এ মামলায় ৭৩ জন আসামি ছিলেন। অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫