Logo
×

Follow Us

রাজনীতি

বিভক্ত জাপায় স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি রাঙার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৩, ২০:০৫

বিভক্ত জাপায় স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি রাঙার

জাপার প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা। ফাইল ছবি

জাতীয় পার্টিতে রওশন-কাদের দ্বন্দ্বে দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী নেতা রওশন এরশাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙা। গত বছরের ১৪ সেপ্টেম্বর এ কারণে রাঙাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। 

এরপর থেকে রওশন এরশাদ বলয়ের নেতা হিসেবে পরিচিতি পান রাঙা। একাধিক অনুষ্ঠানে রওশন এরশাদের সঙ্গে দেখা যায় তাকে। সেই রওশন এরশাদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছেন ৩ জনের জন্য। যেখানে রাঙার নাম নেই।

কোনো কূল (জিএম কাদের ও রওশন এরশাদ) না পেয়ে এখন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন রাঙা। রংপুর-১ আসনের সংসদ সদস্য তিনি। 

জানা গেছে, রওশন এরশাদপন্থী আরও কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেও এ নিয়ে কাঙ্ক্ষিত কোনো ফলাফল পাননি তিনি। যে কারণে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গণমাধ্যমকে রাঙা বলেন, আমি তিনবারের সংসদ সদস্য ছিলাম, এবারও নির্বাচন করব। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

রওশনপন্থী নেতারা তো আজ বৈঠক করলেন, সেখানে কি হলো? জানতে চাইলে সংসদের বিরোধী দলীয় এ হুইপ বলেন, যাদের ক্ষমতা আছে তারা নির্বাচন করবে আরকি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫