স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ১৭:১০

ব্যারিস্টার সায়েদুল হক চৌধুরী সুমন। ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন হাইকোর্টের আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন।
আজ রবিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
সম্প্রতি হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন পত্র নিয়েছিলেন ব্যারিস্টার সুমন। তবে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।
সুমন বলেন, আমার সুস্পষ্ট বক্তব্য ছিলো, নির্বাচনে যদি বিএনপি থাকতো, তাহলে নেত্রী যাকে মনোনয়ন দেবেন, আমি তার পক্ষে কাজ করবো।
তিনি বলেন, এছাড়া যাকে মনোনয়ন দেবেন, তার সঙ্গে একজন ডামি প্রার্থীও থাকবেন। অন্যান্য দলের যদি কেউ আসতে চান, তাকেও সহযোগিতা করার কথা বলেছেন সরকারপ্রধান।
তিনি আরও বলেন, মূল কথা হলো নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো আমি।
উল্লেখ্য, এদিন গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন মনোনয়নপ্রত্যাশীরা। উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুমনও। সেখানে থেকে বের হয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি জানিয়ে দিয়েছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিংবা নির্বাচনবিহীন কেউ আসতে পারবেন না।