Logo
×

Follow Us

রাজনীতি

খন্দকার মোশাররফকে সিসিইউতে স্থানান্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৩

খন্দকার মোশাররফকে সিসিইউতে স্থানান্তর

খন্দকার মোশাররফ হোসেন। ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার (১১ ডিসেম্বর) বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খন্দকার মোশাররফকে গত শনিবার সিসিইউতে স্থানান্তর করা হয়।

হাসপাতালে এই বিএনপি নেতার ছোট ছেলে ডা. মারুফ খন্দকার আছেন বলেও জানান তিনি।

গত ৫ ডিসেম্বর খন্দকার মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়ে গত জুলাইয়ে। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসা নেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫