Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপির ২২ নেতার কারাদণ্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৬

বিএনপির ২২ নেতার কারাদণ্ড

ছবি: সাম্প্রতিক দেশকাল

পাঁচ বছর আগে রাজধানীর ধানমণ্ডি থানার নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিসহ ২২ জনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বুধবার (১৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- আব্দুল আজিজ, সাবের হোসেন, কালাম, ফছেৎ, আশরাফ আলী, অস্ত্রধারী হান্নান ওরফে হান্নান খান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের মানিক, আবু কাওসার ভূঁইয়া, মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুক, মজিবুর রহমান মজু, আনিসুর রহমান শিবলু, ইয়াসিন ওরফে বোমারু ইয়াসিন।

এক ধারায় তাদের আড়াই বছর এবং আরেক ধারায় ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের মধ্যে রবিউল ইসলামসহ ৯ জন কারাগারে আছেন। অপর ১৩ আসামি পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০১৮ সালের জুলাই মাসে নাশকতার অভিযোগে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫